মাইজ্জা হুজুর রহঃ, বহু আলোচিত মাদ্রাসা এলাকায় পরিচিত , মাইজ্জা হুজুর,আসল নাম জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ নায়ারাজারামপুর, আমিশাপাড়া, সোনাইমুড়ী, এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত বিভিন্ন স্তর রয়েছে।
ইসলামের বিভিন্ন শাখা যেমন- হাদীস, ইতিহাস, সাহিত্য ইত্যাদি বিষয়ে এখানে পড়ানো হয়। জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ নায়ারাজারামপুর, শিক্ষক, আবাসিক অনাবাসিক মিলে, ৪৫ জন ছাত্র ৬৫০ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় স্থাপিত:১০-১০-১৯৯৫ , প্রতিষ্ঠাতা , পীরে কামেল হযরত মাওলানা শফীকুল্লাহ, মাইজ্জা হুজুর রহঃ), বেফাক বোর্ডে, নোয়াখালী জেলা এই মাদ্রাসার ছাত্রদের ফলাফল অত্র ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভালো হয়ে থাকে, বর্তমান পরিচালক হাফেজ মাওলানা আব্দুল বাকি সাহেব, তিনি বলেন আমার আব্বাজান মরহুম (মাইজ্জা হুজুর রহঃ) ১২/০৫/২০০৭, ইন্তেকাল পর থেকে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছি এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দাঁড়া করাতে আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করা হয়েছে শুধুমাত্র দ্বীনী এলেম শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং দেশবাসীর কাছে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা জন্য দোয়া চান ,প্রতিষ্ঠানের শিক্ষকেরা খুবই আনন্দিত এরকম একটি প্রতিষ্ঠানে দ্বিনি খেদমত করতে পেরে , এই মাদ্রাসা শিক্ষকেরা কওমী কন্ঠ প্রতিনিধিকে বলেন আমাদের পরিচালক, একজন মেধাবী লক্ষ্মীপুর ওলামা বাজার নামকরা ছাত্র ছিলেন হাফেজ মাওলানা আব্দুল বাকী সাহেব বর্তমান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ্ মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি একটি মসজিদের খতীব, হিসেবে দায়িত্বগত আছেন খলিলুর রহমান কামিল মাদ্রাসা মসজিদে ,এই মাদ্রাসাটি,তে বর্তমান অনেক অসহায় এতিম বাচ্চারা পড়াশোনা করেন প্রত্যেক বছর হাফেজ হন ১০-১৫ জন, দাওরা শেষ করেন, ৭-৮ জন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ নায়ারাজারামপুর ১০ নং ইউনিয়ন আমিশাপাড়া ভিতরে সব থেকে বড় মাদ্রাসা