গতকাল ( সোমবার) দিবাগত রাতে ভোলা দঃ আইচা আঞ্চলিক মহাসড়কে কলের হাট নামক স্থানে রাত আনুমানিক ৯ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে, একই ঘটনায় অপর এক বাইক চালক গুরুতর আহত হয়ে এখন বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তাদের মধ্যে নিহত নুরনবী(২০) দক্ষিণ আইচা থানার মানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহনু বেপারীর ছেলে। এবংআহত মো: পরেভেজ (২২) একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মরহুম আলমগীর বেপারীর ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক একটি সূত্র কওমি কণ্ঠকে দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।