আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও জমে উঠেছে কামারিয়া বাজারের গরুর হাট। ময়মনসিংহ নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে ইসলামীয়া দারুল উলুম কামারিয়া ও কামারিয়া ঈদগাহ মাঠ। স্থানীয় লোকজন জানান, ঈদগাহ মাঠ মাদরাসা মাঠ ও বাজারের মাঠে, মাদরাসার অধিনে হুযূরদের পরিচালনায় প্রতিবছর কুরবানী ঈদের চাঁদ উঠার পর থেকে নিয়ে প্রতি শনিবার ও মঙ্গলবারে প্রায় ১ হাজার থেকে ১২ শত গরু, ছাগলের হাট জমে কামারিয়া বাজারে। এই বাজারে নেই কোনো নির্ধারিত আসিল। গরু ছাগল বিক্রি করে মানুষ মাদরাসায় ৫০ টাকা ১০০ টাকা ২০০ টাকা ইত্যাদি পর্যন্ত দিয়ে যান। বিক্রেতারা বলেন, আমরা অন্য সব বাজারে গরু নিয়ে গেলেই অগ্রিম ১০০ টাকা। আবার কোন কোন বাজারে ২০০ টাকা দিয়ে গরু খুটে বাধতে হয়। গরু বিক্রি না হলে এই টাকা আমরা আর ফেরত পাই না। কিন্তু কামারিয়া বাজারে এমন কোনো নিয়ম নেই। আমরা গরু ছাগল বিক্রি করে নিজের মত করে মাদ্রাসায় দিয়ে যায়। আর এই টাকা দিয়ে মাদরাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও এতিম অসহায় গরিব বাচ্চাদের লেখা পড়ার খরচ বহন করা হয়। ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা আসেন কামারিয়া বাজারে গরু কিনার জন্য। বাজার কমিটি সবাই কে ধন্যবাদ জানিয়ে ঈদুল আযহার পবিত্রতা বজায় রাখার আহবান করেন।