ময়মনসিংহের নান্দাইলে মো. আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাচঁরুখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. আব্দুল্লাহ মো. সুজন মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে- শুক্রবার সকাল ৯টার দিকে নিহত শিশু মো. আব্দুলাহ বাড়ির পাশে খেলাধূলা করছিল। পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন মো. আব্দুল্লাহ কে খুঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গিয়ে ভাসতে দেখে উদ্ধার করে। উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।