কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার নাগরিকদের জন্য আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এর সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দলের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।
সোমবার সংসদীয় আসন কুড়িগ্রাম-২ এর কুড়িগ্রাম হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট সহ ১ নং ওয়ার্ড এবং ৪নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহিলা দলের নেত্রী মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।
এ সময় উপস্থিত ছিলেন, উম্মে আসমা, হালিমা বেগম, আশা, লতা সহ, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) এ বিষয়ে মন্তব্য করে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এবং কৃষকের ন্যায্য দাবি পূরণ করা হবে