মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের আঃগফুর গংদের সঙ্গে পাশাপাশি বসবাসরত সোবহান গংদের সঙ্গে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরুধ চলিয়া আসিতে থাকা অবস্থায় বাদী আ:গফুর গংরা ল্যান্ড সার্ভে টাইবুনালে মোকদ্দমা দায়ের করে। যার মোকদ্দমা নং ২৩০/২০২৪ সেই মামলার সূএে বাদী আ: গফুর গংরা
১)আ:সোবহান (৫৩),২) শাহজাহান (৪৫),৩)মিজানুর (৩২),৪) জাহিনুর (২৭),৫)মনির হোসেন (২২),৬) জাকিরোল (২৩),৭)আরিফ( ২০),৮) ইদ্রিস (৫০),৯) আজহারুল ইসলাম (৫২) গংদের সঙ্গে দীর্ঘ আইনী লড়াই এর পর বিগ্গ আদালত বাদীপক্ষ কে কয়েক দফায় রায় প্রদান করার পরেও নিজ জমিতে যেতে বিবাদী গং কতৃক বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করেছেন বলে জানান আ: গফুরের পরিবার
ভুক্তভোগী পরিবার সূত্রে আরো জানা যায় মাঝে মধ্যে দূর্বৃত্তরা বাড়িঘরে হামলা ভাংচুর সহ রাস্তা ঘাটে অবরোধ ও মারপিট করে লাশ গুম করার হুমকি প্রদান করে বলে জানান।
কান্না বিজরিত কন্ঠে আ: গফুরের সহধর্মিণী সোফিয়া বেগম (৭৫) সাংবাদিকদের বলেন কিছু দিন আগে আমাকে ও আমার তিন ছেলেকে বিবাদী সোবহান গংরা এলোপাতাড়ি ভাবে মারধোর করে, পরে হাসপাতালে চিকিৎসা নেই।
এমতাবস্থায় মিডিয়া মানবাধিকার সংস্থা ও প্রশাসনের সর্ব মহলের নিকট নিরাপত্তা ও বিচারের জোর দাবী জানান আঃ গফুর গং পরিবার।