মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন শাখা কর্তৃক ঝাপুটিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আজ ৪ অক্টোবর শনিবার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।আগামী ১৫ ই নভেম্বর আন্তর্জাতিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে উক্ত পরামর্শ সভায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কুকুটিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঝাপুটিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ মো: আব্দুল্যাহ সাদাফ প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাও. হুসাইন আহমদ ইসহাকী সাহেব,বিশেষ অতিথি শ্রীনগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন সাহেব,শ্রীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ ওসমানী সাহেব বক্তব্য রাখেন কুকুটিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুফতি আব্দুল বাতেন এম,এ,সিনিয়র সহ- সভাপতি হাফেজ মাওলানা নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, সহ- প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম,সহ- দাওয়াহ সম্পাদক মাওলানা মেরাজুল হক,প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল,নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মারুফ এবং মাওলানা বি,এম,বুরহান উদ্দিন তাবলীগের সাথী মো: নাদিম হোসেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খতমে নবুওতের বিশ্বাস রক্ষা করা মানেই ইসলাম রক্ষা করা। তাই প্রতিটি মুসলমানের উচিত এ বিষয়ে সজাগ থাকা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার এই মহাসমাবেশে সকলের উপস্তিতি সহ সহযোগিতার আহবান জানান এবং প্রত্যেকে ঈমানী দায়িত্বে দাওয়াতি কাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।