শিরোনাম-
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন। রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা” দুর্গাপুরে বিএনপিনেতা আবু বক্কর সিদ্দিক কুকুটিয়ায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা নান্দাইলে আলমগীর হত্যা বিচার ও খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক রিটনের পূজা মণ্ডপ পরিদর্শন জামালপুর মেলান্দহে-আদালতের রায় পেলেও নিজ জমিতে যেতে পারছেনা ভুক্তভোগী পরিবার।। রাস্তার পাশের গাছ কেটে বসানো হচ্ছে পাইপ কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো মহিলা দলের ৩১-দফা বাস্তবায়নের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

রাজশাহী জেলা প্রতিনিধি। / ১২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাজশাহীর কাটাখালী থেকে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবি জানের সহযোগীদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।

র‌্যাব-৫ জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জনৈকা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রয় করত। অভিযানে তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর সিপিএসসি উল্লেখ করেছে, জেসমিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।

তারা আরো জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করা হতো। অভিযানে ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category